বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল) এর নি্নবর্ণিত শূণ্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে
যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আন্বান করা হচ্ছে
০১ জুনিয়র সহকারী ম্যানেজার | ১। কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত কোন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে
(টেকনিক্যাল) ট্রিক্যাল 0 / কম্পিউটার / কম্পিউটার সায়েন্স /
পদসংখ্যা- ৬২(বাষটি) টি | ইলেকট্রনিক টেকনোলজি /পাওযার / মেকানিক্যাল
টে ন/ ডাটা টে ান ৫ বিষয়ে
ডিপ্লোমা ভিন্ত্রী থাকতে হবে।
গ্রেড-৮
২। যে সকল প্রার্থী গ্রেডিং সিন্টেমে পাশ করেছেন তাদের (২২৪০০৯-
জিপিএ/সিজিপিএ ৫.০ (পাচ) স্কেলে ন্যুনতম ৩.৫ এবং ৪.০ চোর) [৫৬,৬০৪৯) এবং
স্কেলে ন্যুনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় ] অন্যান্য সুবিধাদি
শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
০২ জুনিয়র সহকারী ম্যানেজার | সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংসহ এম.কম/
(অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ) | এম.বি.এ/ এম.বি.এস-এ ন্যুনতম স্নাতক পর্যায়ে সিজিপিএ ২.৫০ ৫৪
পদসংখ্যা- ১২বোর) টি স্কেল) এবং মাধ্য মিক/উচ্চ মাধ্য মিক পর্যায়ে ন্যুনতম সিজিপিএ-৩.০
৫ স্কেল)
০৩ হিসাবরক্ষক সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংসহ বাণিজ্য গ্রেড-৯
পদসংখ্যা- ৩৪(চৌত্রিশ) টি | বিভাগে ৪ বছরের স্নাতক ডিগ্রি। ন্যুনতম সিজিপিএ ২.০ €8 স্কেল), (৬,৫২০৯-
মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যুনতম সিজিপিএ-৩.০ ৫ স্কেল) ৪১,৭৪৫৯)
এবং অন্যান্য
সুবিধাদি
০৪ টেকনিক্যাল ত্যাসিস্ট্যান্ট কোন স্বীকৃত ইসডিটউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপ-এ ] গ্রেড-১০
পদসংখ্যা- ৯৭(সাতানব্ই) | বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ | (১৪,৫৬০৯-
টি ৩৬,৭৯২৯)
এবং অন্যান্য
সুবিধাদি
প্রয়োজনীয় শর্তাবলি:
১. ক্রমিক নং ১ হতে ০৪ এর প্রার্থীর ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে।
0 Comments